Amar E Mon Lyrics by Imran Mahmudul: Presenting bangla romantic song “Amar E Mon” featuring Imran And Tanjin Tisha Directed by Taneem Rahman Angshu. The song is sung by And Music composed Imran Mahmudul And Bangla song Lyrics written by Robiul Islam Jibon.
- Vocal & Music: Imran Mahmudul
- Lyrics: Robiul Islam Jibon
- Director: Taneem Rahman Angshu
- Cinematographer: Rafiqul Islam
- Executive Producer: Asif Iqbal
- Editor: S M Sarfaraz Shishir
- Color Grade: Taneem Rahman Angshu
- Production: Fox Unit Films
- Label: Gaanchill Music
Amar E Mon Lyrics
তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি
নেই আর এই আমার কোন স্বপন (x2)
এলে তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি
নেই আর কেউ আমার এতো আপন
বেপরোয়া প্রেমে,
গেছি আমি থেমে
তোকে শুধু দিয়েছি আমার এ মন
আমার এ মন।
তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি
নেই আর এই আমার কোন স্বপন।
এলে তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি
নেই আর কেউ আমার এতো আপন।
চল দু–জনে আজ বিজনে
হারিয়ে যাবো রংয়ের ডানায়
এই জীবনে, এই ভুবনে
আমার পাশে তোকেই মানায়।
তোরই কথা বলি, তোরই পথে চলি
তোকে শুধু দিয়েছি আমার এ মন।
আমার এ মন।
তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি
নেই আর এই আমার কোন স্বপন।
এলে তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি
নেই আর কেউ আমার এতো আপন।
দিন ফুরাবে, রাত গড়াবে
তোর আর আমার, চোখের পাতায়
সুখ ছড়াবে, মন জড়াবে
ভালবাসার গল্প কথায়।
যাই যত দূরে, আসি ফিরে ফিরে,
তোকে শুধু দিয়েছি আমার এ মন।
আমার এ মন।
তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি
নেই আর এই আমার কোন স্বপন।
এলে তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি
নেই আর কেউ আমার এত আপন।