Amar Ektarata Lyrics Lagnajita | Rawkto Rawhoshyo Song Is Sung by Lagnajita Chakraborty from Rawkto Rawhoshyo Bengali Movie. Starring: Koel Mallick, Lily Chakraborty, Rwitobroto Mukherjee, Shantilal Mukherjee And Others. Music Composed by And Ei Ektaratar Sur Gulo Khub Eka Lyrics In bengali Written by Debdeep Mukhopadhyay. Song Mixed And Mastered by Anindit Roy.
Amar Ektarata Lyrics by Lagnajita :
Song : Amar Ektarata
Movie : Rawkto Rawhoshyo
Singer: Lagnajita Chakraborty
Lyrics, Music & Arranged : Debdeep Mukhopadhyay
Programmed by : Shubhodip Roy
Story, Screenplay & Directed by : Soukarya Ghosal
Cinematographer : Aalok Maiti
Presenter : Nispal Singh
Produced By : Surinder Films Pvt. Ltd.
Amar Ektarata Song Lyrics In Bengali :
এই একতারাটার সুর গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে,
ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চায়,
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলোয়
ডোবালো আমায়।
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও,
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও।
আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষন ?
আমরা যেমন নীল কাগজের নৌকো বানাই
আমরা আবার ভাঙতে থাকি মন।
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি এখন কি আর করবে অপেক্ষা,
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও।
আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো,
এই বুকের ভিতর নরম আলো পাস ফিরে থাক
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত,
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত।