Chander Shohor Lyrics Taalpatar Shepai Song Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. Starring: Saurav Sarkar, Samanwaya Biswas, Sourav Guhathakurta, Avishekh Dutta, Anirban. Jodi Jao Tumi Chander Sohor Lyrics In bengali Written by Kritee Roy. Mixing And Mastering by Suman Ghosh And Biswajyoti Chakraborty.
Chander Shohor Lyrics by Taalpatar Shepai :
- Song : Chander Shohor
- vocal, Pads & Rock organ : Pritam Das
- Lyrics : Kritee Roy
- composition & Direction : Pritam Das
- Guitars : Suman Ghosh
- Drums : Biswajyoti chakraborty
- Bass guitar : Suman Ghosh & Pritam Das
- Screenplay : Pritam & Suman
- Video editing & vfx : Suman Ghosh
- Label : Taalpatar Shepai
Chander Shohor Song Lyrics In Bengali :
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।
যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।
বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।
চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।
রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।