Amar Nishitho Rater Badol Dhara Lyrics :
Amar Nishitho Rater Badol Dhara Rabindra Sangeet Is Sung by Srabani Sen, Pousali Banerjee, Imon Chakraborty, Sahana Bajpaie, Adity Mohsin And Many Various Artists In Their Own Way. Amar Nishitho Raater Badolo Dhara Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
- Song : Amar Nishitho Rater Badol Dhara
- Lyricist : Rabindranath Tagore
Amar Nishitho Rater Badol Dhara Song Lyrics In Bengali :
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে,
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা,
আমার নিশীথরাতের বাদলধারা।
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন,
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন,
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা,
আমার নিশীথ রাতের বাদল ধারা।
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে,
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে,
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে,
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলের দিয়ো সাড়া,
নিশীথরাতের বাদলধারা।
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে,
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা,
আমার নিশীথরাতের বাদলধারা।