Bhalobashi Bhalobashi song is sung by Kavita Krishnamurti. Bhalobashi Bhalobashi Lyrics written and composed by Rabindranath Thakur. Many artists like Jayati Chakraborty, Anwesha, Subhamita, Anupam Roy, Shaan, Indrani Sen have sung this Rabindra Sangeet Lyrics in their won way. The song Bhalobashi Bhalobashi was released by Asha Audio on youtube on 2 Jun 2017.
Song Details:
- Song: Bhalobashi Bhalobashi
- Lyricist: Rabindra Nath Thakur
- Composer: Rabindra Nath Thakur
- Singer: Kavita Krishnamurti
Bhalobashi Bhalobashi Lyrics in Bengali:
ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি।
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে যাওয়া গানের বাণী,
ভোলা দিনের কাঁদন
কাঁদন – হাসি।
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি।
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি।