Ami Chanchalo Hey Rabindra Sangeet Sung by Jayati Chakraborty from Robindronath Ekhane Kokhono Khete Aashenni, Hoichoi Series by Srijit Mukherji. Starring: Rahul Bose, Azmeri Haque Badhon, Anirban Bhattacharya, Anirban Chakrabarti, Anjan Dutt, Alexx O’Nell and Debopriyo Mukherjee. Ami Choncholo Hey Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
- Song Name : Ami Chanchalo Hey
- Lyricist : Rabindranath Tagore
- Singer : Jayati Chakraborty
- Parjaay : Bichitro – 65
- Taal : Dadra
- Raag : Bhairavi
- Music arrangements : Joy Sarkar
- Programming : Ashish Kumar Das
- Recording, mixing and mastering : Goutam Basu
- Directed by : by Srijit Mukherji
- Label : SVF Music
Ami Chanchalo Hey Song Lyrics IN Bengali :
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি,
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি,
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি,
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে, থাকি বাতায়নে,
ওগো, প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী,
আমি সুদূরেরও পিয়াসি।
ওগো সুদূর, বিপুল সুদূর,
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি,
মোর ডানা নাই, আছি এক ঠাঁই
সে কথা যে যাই পাশরি,
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি।
আমি উন্মনা হে
হে সুদূর আমি উদাসী,
রৌদ্র-মাখানো অলস বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়,
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি,
হে সুদূর, আমি উদাসী।
ওগো সুদূর, বিপুল সুদূর,
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি,
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি।
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি।