Ami Khatar Patay Cheyechhilam Song Is Sung by Asha Bhoshle. Cover Version Song Is Sung By Aditi Chakraborty. Music Composed by Manna Dey And Ami Holam Tomar Soi Go Lyrics In Bengali Written by Pulak Bandopaddhyay.
- Song : Ami Khatar Patay Cheyechilam
- Singer : Asha Bhoshle
- Compser : Manna Dey
- Lyrics : Pulak Bandopaddhyay
Ami Khatar Patay Cheyechhilam Song Lyrics In Bengali :
আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো,
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে,
আমি হোলাম তোমার সই গো
আমি হোলাম তোমার সই গো
আমি হোলাম তোমার, সই গো।
ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার,
ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার।
যদি সে হার নিয়ে কণ্ঠে পরো
আমি কোথায় রই গো,
বলো আমি কোথায় রই গো?
বলো আমি কোথায়, রই গো?
আমি বন্ধ খাতা খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো,
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো।
বন্ধ খাতা খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো,
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো।
হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই,
হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই,
তুমি সে কর যদি হাতে ধরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায়, রই গো ?