Chhiley Bondhu Song Lyrics In Bengali. The Song Is Sung by Neel Dutt. Chile Bondhu Ki saat Jonmer Tumi Amar Bangla Song Lyrics written by Anjan Dutt. Starring: Anjan Dutt, Raima Sen, Arjun Chakrabarty, Anirban Bhattacharya, Arindam Sil, Sauraseni Maitra And Others. Finally Valobasha This Bangla Movie Directed by Anjan Dutta.
- Song name : Chhiley Bondhu
- Vocal & Music : Neel Dutt
- Lyrics : Anjan Dutt
- Director : Anjan Dutta
- Cinematographer : Gairik Sarkar
- Editor : Arghyakamal Mitra
- Music Label : SVF Music
Chhiley Bondhu Lyrics by Anjan Dutt :
যে শহর চাইনি তা,
জীবনের সবথেকে সুন্দর।
যে আদর খাইনি তা,
জীবনের সবথেকে প্রবল আদর।
যে পথে যায়নি তা,
খুঁজে মরে অযথা
সেই পথেই বেঁধেছি যে ঘর।
ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার
ভালো মন্দ যেখানে একাকার।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায়
তুমি চিন্তে পারবে কি আমায় আবার?
যে আশা দেখিনি,
সেই প্রদীপের নিভে গেছে সলতে ।
যে ভাষা শিখিনি,
তা বড্ড ভালো লাগে যে বলতে ।
একটা মিষ্টি প্রেমের দিন
যদি নাম হয় দার্জিলিং
কুয়াশার ভেতরে চলতে চলতে ।
ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার
ভালো মন্দ যেখানে একাকার।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায়
তুমি চিন্তে পারবে কি আমায় আবার?