Ami Nei Amate Lyrics – Imran – Bristy

122

Ami Nei Amate Song Is Sung by Imran Mahmudul And Bristy From Bolte Bolte Cholte Cholte Bangla Album. Starring: Iftekhar Anik And Simu. Mone Hoy Ami Nei Amate Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.

  • Song : Ami Nei Amate
  • Singer : Imran Mahmudul & Bristy
  • Lyrics : Robiul Islam Jibon
  • Tune & Music : Imran Mahmudul
  • Story & Direction : Raju Ahmmed
  • Cinematographer : Kawsar Ahmed
  • Production : Raj Films
  • Music Label : Sangeeta

Ami Nei Amate Song Lyrics

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

রোজ মাঝরাতে, খোঁজে ভাবনাতে
পাই তোমায়,
ভোর ঘুম ভাঙ্গে, ঘোর চোখ রাঙ্গে
নেই তুমি হায়।
ডুব হাতছানি, চুপ মুখখানি
যায় খুঁজে,
দূর কোনখানে, সুর মন টানে
হলো কিযে..

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

নীল সীমানায়, মিলে দুজনায়
হয় যেনো,
হই ঘরছাড়া, রই পথহারা
বলো কেনো?
এই বুকজুড়ে, ওই সুখপোড়ে
বারেবার,
দাগ থেকে যায়, রাগ ঢেকে যায়,
স্মৃতি তোমার।

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

  
Previous articleTUI TO DEKHIS NA LYRICS – IMRAN
Next articleKi Kore Toke Rakhbo Dhore Lyrics – Imran