Ami Preme Porechi Lyrics Is a Bangla Sweet Kiss Natok Song. This Song Is Sung By Rahul Dutta And Atiya Anisha. Music Created by Ahmmed HumayunU. This Song Lyrics And Tune was Created By Kheya Zerrin And Ahmmed HumayunU.
Song Details
Song : Ami Preme Porechi
Singer : Rahul Dutta & Atiya Anisha
Lyric : Kheya Zerrin
Music & Tune: Ahmmed HumayunU
Programming & Mix Master by Rupak Tiary (Kolkata)
Drama : Sweet Kiss
Cast : Jovan & Payel
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Ami Preme Porechi Lyrics
আজি প্রথম মনে হইলো
মন উড়তে চায় হাওয়ায়
আজি প্রথম মনে হইলো
ভাসি রুপালি ধুয়ায়
আরেকটা দিন চলে গেলো
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে গেলো
তাকে বলাতো দরকার
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়ে হয়না বলা
আমি প্রেমে পরেছি
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়েও হয়না বলা
আমি প্রেমে পরেছি
এখন তো আমি নিরবতায়
বৃষ্টির গান শুনি
তার চাদরে খুব আধারেও
হাজার মানুষ গুনি
তার সাথে সব মুহুর্ত যেন
লাগে স্বপ্নের মত
তার ভবনা শেষ চোখে
ছবি আকে শত শত
আরেকটা দিন চলে গেলো
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এলো
তাকে বলাতো দরকার
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়েও হয়না বলা
আমি প্রেমে পরেছি
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়েও হয়না বলা
আমি প্রেমে পরেছি
এখন তো মন ঘাসের চাদরে
উদাসীন রাত জাগে
তার ছায়াতে নিজেকে দিখি
নিশাতুর সব লাগে
অগছালো জীবনে হঠাৎ
হলো তার আগমন
তার হাসিতে মুখর হৃদয়
হারার সারাক্ষণ
আরেকটা দিন চলে গেলো
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এলো
তাকে বলাতো দরকার
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়েও হয়না বলা
আমি প্রেমে পরেছি
তার খেয়ালী চোখের পাতায়
হাজার ছবি একেছি
তাকে বলতে গিয়েও হয়না বলা
আমি প্রেমে পরেছি