O Batash Song Is Sung by Mahtim Shakib And Konal from Pothe Holo Porichoy Natok Song. Starring Apurba and Tanjim Saiyara Totini. Music Composed by Shojib Das. Mahtim Shakib Song O Batash Lyrics In Bengali Written by Ahmed Risvy. Pothe Holo Porichoy Bengali Drama Directed by Jakaria Showkhin.
- Song : O Batash
- Drama : Pothe Holo Porichoy
- Singer : Mahtim Shakib & Konal
- Lyrics : Ahmed Risvy
- Tune : Nazir Mahmud
- Music : Shojib Das
- Producer : Effat Ara Yasmin
- Label : Sultan Entertainment
O Batash Song Lyrics In Bengali :
একটা মানুষ কাছে ছিল,
একটা মানুষ দূরে,
আমার যত কথা ছিল
বলতে যে চাই তারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলেনা আমারে,
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলেনা আমারে,
ভোলেনা আমারে।।
সে কি আমায় ভাবে আমার মতো করে
সে কি আমায় খোঁজে তার প্রিয় প্রহরে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলেনা আমারে,
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলেনা আমারে,
ভোলেনা আমারে।।
সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়
সে কি মনে রাখে পথে হলো পরিচয়।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলে না আমারে,
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলে না আমারে,
ভোলে না আমারে।।