Ami Tomakei Bole Debo Lyrics_Sanjeeb Choudhury

198
ami tomakei bole debo lyrics

Ami Tomakei Bole Debo Song Is Sung by Sanjeeb Choudhury from Hridoypur Dalchhut Band Bengali Album. Music Tune by Bappa Mazumder. Ami Tomakei Boley Debo Ki Je Eka Dirgho Raat Song Lyrics written by Sanjeeb Chowdhury.

  • Song : Ami Tomakei Bole Debo
  • Album Name : Hridoypur (2000)
  • Singer : Sanjeeb Chaudhury
  • Tune : Bappa Mazumder
  • Band Name: Dalchhut Band

Ami Tomakei Bole Debo Song Lyrics In Bengali :

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল,
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া।

তবে এই হোক
তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

Previous articleHarai Bohudur Lyrics Shusmita Anis_Tahsan Khan
Next articleEbhabeo Phire Asha jay Lyrics-Chandrabindu-Anindya Chatterjee