Harai Bohudur Lyrics by Shusmita Anis And Tahsan Khan. Harai Bohudur Song Lyrics Written by Minar Rahman. Music Arrangement, Mixing and Mastering by Sajid Sarker. This Video Song Directed by Aga Nahiyan Ahmed.
Harai Bohudur Song Details :
- Song Name : Harai Bohudur
- Singer : Shusmita Anis and Tahsan Khan
- Lyrics, Tune And Composition : Minar Rahman
- Music Arrangement : Sajid Sarker
- Recording, Mixing And Mastered by : Sajid Sarker
- A Flybot Studios Productions
- Direction : Aga Nahiyan Ahmed
- D.O.P : Daniel Dany
- Edit Color VFX : Moyed Bhuiyan
- Executive Producer : Nabeed Rafi
- Label : New Music Paradigm Company
Harai Bohudur Lyrics In Bengali :
যদি তুমি আমার হাত ধরে
অনেক দূর হেঁটে যাও,
যদি তুমি আমার ঘুম হয়ে
অনেক স্বপ্ন এঁকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও,
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো,
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে,
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহু দূর, হারাই বহু দূর,
আজ হারাই বহু দূর, হারাই বহু দূর।
এখনো মেঘের ভাঁজে ভাঁজে
তোমার অভিমান ভাসে,
জোৎস্না ঘেরা মায়ার আড়ালে
তোমার কথারা হাসে।
তোমার আমার গল্প গুলো
আজো আমায় খোঁজে,
তোমার আমার কাব্য গুলো
স্মৃতিরাই বোঝে, নীরবে।
যদি তুমি একা নির্জনে
আবার আমায় ভেবে যাও,
যদি তুমি হঠাৎ বৃষ্টি হয়ে
আবার আমায় ডেকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও,
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো,
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে,
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহুদূর, হারাই বহুদূর,
আজ হারাই বহুদূর, হারাই বহুদূর।