Ami Tor Song Is Sung by Javed Ali And Antara Mitra. Ami Tor Song Lyrics Written by Ritam Sen from Raavan Bengali Movie. Featuring Jeet And Lahoma Bhattacharya. Music Composed by Savvy. Song Mixed and mastered by Roop Mahanta.
Ami Tor Song Details:
- Song : Ami Tor
- Singer : Javed Ali & Antara Mitra
- Lyrics : Ritam Sen
- Music : Savvy
- Programmed by : Prasenjit Chowdhury
- Direction by : M N Raj
- Dop : Manas Ganguly
- Produced by : Jeet, Gopal Madnani & Amit Jumrani
- Label : Grassroot Entertainment
Ami Tor Lyrics In Bengali :
চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবীরে,
চল নিয়ে যাবো তোকে
আয়না ঝর্ণা হয়ে ভাসবি আদরে।
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর।
চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবীরে..
কতো কিছুই বলি চোখে
সুতো ছাড়া বাঁধি তোকে,
সিঁদুরে রাঙিয়ে দেবো কথা মতো
বাহারে ছড়িয়ে দেবো কলি যতো।
এক সাথে হোক শুরু এই শপথ
আজ থেকে তুই আমার আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার আমি তোর।
রুপকথারাও ঈর্ষা করে
ডাকিস যখন নামটা ধরে,
দুজনে পেরিয়ে যাবো অনেক ঝড় ও
কখনো পাখিই হবে আমারদেরও।
সঙ্গে থাক সবসময় আট-প্রহর
আজ থেকে তুই আমার আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার আমি তোর।