Jani Okaron Song Is Sung by Antara Mitra And Ishan Mitra from Fatafati Bengali Movie. Starring Abir Chatterjee And Ritabhari Chakraborty. Music Composed by Amit Chatterjee. Jani Okaron Lyrics In Bengali Written by Ritam Sen.
- Song : Jani Okaron
- Film : Fatafati
- Singer : Antara Mitra And Ishan Mitra
- Lyrics : Ritam Sen
- Programming : Shamik Chakravarthy
- Directed by : Aritra Mukherjee
- Story and Screenplay : Zinia Sen
Jani Okaron Song Lyrics In Bengali :
জানি অকারণ, আজও তুমি প্রয়োজন
জানি অকারণ, তবু অগোছালো মন,
কাল রাতে ঝরেছে পলাশ।
জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায়
জানি অকারণ, তবু ভালো লেগে যায়,
রিবনে বাঁধি সোহাগের মাস।
জানি অকারণ ..
ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক
ঘিরে তোমাকে,
ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়
সড়কের বাঁকে।
ওরে মন রে.. ওরে মন রে..
রাঙিয়ে যাস আমারে,
ওরে মন রে.. ওরে মন রে..
কেন ভোলাস আমারে।
ছুঁয়ে থাকি আলগোছে, কেন সুখের দাগ মুছে
তোমারই মাতন মেখে,
সত্যি কোনো গল্প না, পাওয়া তোমায় অল্প না
কি মায়া বুনেছো দু’চোখে,
বেঁধেছো কিসে আমাকে।
জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায়
জানি অকারণ, তবু ভালো লেগে যায়,
রিবনে বাঁধি সোহাগের মাস।
জানি অকারণ ..
ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক
ঘিরে তোমাকে,
ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়
সড়কের বাঁকে।
ওরে মন রে.. ওরে মন রে..
রাঙিয়ে যাস আমারে,
ওরে মন রে.. ওরে মন রে..
কেন ভোলাস আমারে।