Amra Korbo Joy Lyrics

Amra Korbo Joy Lyrics

Amra Korbo Joy Lyrics (আমরা করবো জয়) bengali song is sung by Bhupen Hazarika and chorus. The bengali song is inspired by the song We Shall Overcome and originally sung by Joan Baez. Version 2 in bengali sung by Somobeto musical band. Same song is sung by Kumar Sanu, Usha Uthup, Aneek Dhar, Debojit Saha, Nachiketa Chakraborty, Raghab Chaterjee, Raj Burman and many various artists in their own way. Amra Korbo Joy Lyrics in bengali written by Hemango Biswas and Shibdas Bandyopadhyay. We Shall Overcome Lyrics written by Charles Albert Tindley.

Amra Korbo Joy Song Information :

  • Song Name: Amra Korbo Joy
  • Singer : Bhupen Hazarika and Chorus
  • Lyricist: Hemanga Biswas and Shibdas Bandyopadhyay
  • Song Name: We Shall Overcome
  • Singer: Joan Baez
  • Lyricist: Charles Albert Tindley

Amra Korbo Joy Lyrics In Bengali :

Version 1 :

আমরা করবো জয়
আমরা-করবো জয়,
আমরা করবো জয় নিশ্চয়
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।

আমাদের নেই ভয়
আমাদের-নেই ভয়,
আমাদের নেই ভয় আজ আর,
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।

আমরা নই একা
আমরা-নই একা,
আমরা নই একা আজ আর,
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।

সত্য যে সাথী, সত্য যে সাথী,
সত্য যে সাথী মোদের,
আছে মুক্তি নুতন বক্ষ পাতি,
সত্য যে মোদের সাথী।

আমরা করবো জয়
আমরা করবো জয়,
আমরা-করবো জয় নিশ্চয়
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।

Version 2 :

আমরা করবো জয়
আমরা-করবো জয়,
আমরা করবো জয় একদিন
আহা বুকের গভিরে আছে প্রত্যয়,
আমরা করবো জয় একদিন।

একদিন সূর্যের ভোর
একদিন-স্বপ্নের ভোর,
একদিন সত্যের ভোর আসবে,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সত্যের ভোর আসবে একদিন।

পৃথিবীর মাটি হবে মধুময়
বাতাস হবে মধুময়,
আকাশ হবে মধুময় একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
আকাশ হবে মধুময় একদিন।

আর নয় ধ্বংশের গান
জনতার ঐকতান,
সৃষ্টির সুরে হবে গান একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সৃষ্টির সুরে হবে গান একদিন।

আমরা মানি নাকো বাধা-বন্ধন
হাতে বাধি রাখি বন্ধন,
সাম্যের সত্যের জয় একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সাম্যের সত্যের জয় একদিন।

আমরা করব জয়
আমরা করব জয়,
আমরা-করব জয় একদিন
আহা বুকের গভিরে আছে প্রত্যয়,
আমরা করব জয় একদিন।

Previous articleKeu Janbe Na Lyrics – Arijit Singh
Next articleMukh Pheray Na Mon Lyrics
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.