Keu Janbe Na Lyrics bengali song is sung by Arijit Singh from Ajogyo Bengali Movie. Starring Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumder and many more. Song written by Kaushik Ganguly and music composed by Indraadip Dasgupta. Song mixing and mastering by Subhadeep Pan. Ajogyo bengali film directed by Kaushik Ganguly.
Keu Janbe Na Song Details :
- Song : Keu Janbe Na
- Film : Ajogyo
- Singer : Arijit Singh
- Lyricist : Kaushik Ganguly
- Music : Indraadip Dasgupta
- Music producer : ZIA
- Story, Screenplay and Direction : Kaushik Ganguly
- Label : Surinder Films Pvt. Ltd
Keu Janbe Na Lyrics by Arijit Singh :
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।
কেউ জানবে না, কেউ জানবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
মড়াম গলি পিছনে চলি
যাওয়া সার তুই তো আর ফিরবি না,
জমাট কুয়াশা, সরে যাওয়া দুরাশা
হারানো ঝিনুক তুলি। [২]
জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না,
জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না।
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুড়ি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।v