Aro Dure Cholo Jai Song Lyrics ft Kunal Biswas And Anny Ahmed. This Song Originaly Composed by Sudhin Dasgupta, Singer Asha Bhosle From Bengali Movie Chhadmabeshi(1971).
- Song Name – Aro Dure Cholo Jai (আরও দূরে চলো যাই)
- Vocal – Kunal Biswas And Anny Ahmed
- Keyboard – Sayantan Dasgupta
- Bass Guitar – Kunal Biswas
- Electric Guitar – Chayan Chakrabarty
- Backing Vocal – Kunal Biswas & Anny Ahmed
- Directed By – Kunal Biswas
- Recording – Kolkata Videos
- DOP – Kolkata Videos
Aro Dure Cholo Jai Lyrics In Bengali :
আরও দূরে চলো যাই, ঘুরে আসি
মন নিয়ে কাছাকাছি,
তুমি আছো আমি আছি, পাশাপাশি
ঘুরে আসি।
আরও দূরে চলো যাই।
পায়ে পায়ে পথ চলা,
সেই কথা হোক বলা (x2)
সেই ধ্বনি যেন শুনি,
ভালবাসি, ভালবাসি
মন নিয়ে কাছাকাছি,
তুমি আছো আমি আছি, পাশাপাশি
ঘুরে আসি।
আরও দূরে চলো যাই।
রেখেছি এ হাত ধরে, এক হয়ে অন্তরে
রেখেছি এ হাত ধরে, এক হয়ে অন্তরে
সব শেষে তাই এসে,
ঝরে হাসি, ঝরে হাসি
মন নিয়ে কাছাকাছি,
তুমি আছো আমি আছি, পাশাপাশি
ঘুরে আসি।
আরও দূরে চলো যাই, ঘুরে আসি
মন নিয়ে কাছাকাছি,
তুমি আছো আমি আছি, পাশাপাশি
ঘুরে আসি।