Tolo Chinno Bina Lyrics from Ekanta Apan: The song is sung by Asha Bhosle. Music composed
by Rahul Dev Burman. Starring: Victor Banerjee, Aparna Sen, Satabdi Roy. Tolo Chhinna beena
song lyrics written by Swapan Chakraborty.
- Movie: Ekanta Apan (1987)
- Song: Tolo Chinno Bina (তোল ছিন্ন বীনা)
- Singer: Asha Bhosle
- Music: R D Burman
- Lyricist: Swapan Chakraborty
- Director: Biresh Chatterjee
Tolo Chinno Bina Lyrics In Bengali:
তোল ছিন্ন বীনা বাঁধো নতুন তারে
ভরে নাও সুর গাও জীবনেরই জয় গান (x2)
আগামী দিনের আলো দু চোখে মেখে নাও
আঁধার ঘুচিয়ে দাও ভোল অভিমান।
তোল ছিন্ন বীনা বাঁধো নতুন তারে
ভরে নাও সুর গাও জীবনেরই জয় গান
তোল ছিন্ন বীনা।..
যতই বড় হোক রাত্রি কালো
জানবে ততই কাছে ভোরেরও আলো (x2)
যদি একলা পথে কোন সাথী না মেলে
যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ।
তোল ছিন্ন বীনা বাঁধো নতুন তারে
ভরে নাও সুর গাও জীবনেরই জয় গান
তোলো ছিন্ন বীনা।..
চলাই জীবন থেমে যাওয়াই মরন
ভেবে নাও তুমি কাকে করবে বরন (x2)
কত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার
তাকে সত্যি কর তবে হবে যে মহান
আগামী দিনের আলো দু চোখে মেখে নাও
আঁধার ঘুচিয়ে দাও ভোল অভিমান।
তোল ছিন্ন বীনা বাঁধো নতুন তারে
ভরে নাও সুর গাও জীবনেরই জয় গান
তোলো ছিন্ন বীনা।…