Ashey Maa Durga Shey Durga Puja Song 2019 Sung by Rupankar Bagchi, Ishan Mitra, Durnibar, Arnab, Mekhla, Ikkshita, Winy and Dohar. Starring: Mimi Chakraborty, Subhashree Ganguly And Nusrat Jahan. Music Composed by Indraadip Das Gupta And Ashe Maa Durga Se Lyrics Written by Ritam Sen And Kuheli Dey Sarkar.
- Song : Ashey Maa Durga Shey
- Brand : Captain TMT
- Singers: Rupankar Bagchi, Ishan Mitra, Durnibar,
- Arnab, Mekhla, Ikkshita, Winy and Dohar
- Music Composer : Indraadip Das Gupta
- Lyrics : Ritam Sen & Kuheli Dey Sarkar
- Director : Raj Chakraborty
- Cinematographer : Soumik Haldar
- Choreographer : Baba Yadav
- Editor : Md. Kalam
- Production House : Raj Chakraborty Productions
- Creative Agency : Lowe Lintas
- Digital Agency : Second Innings Sports and Entertainment
Ashey Maa Durga Shey Song Lyrics In Bengali :
মহালয়ার ঢাকের বোলে
ঘরে ফেরার গান,
পঞ্চমী রাত প্যান্ডেলে ভোর
ভোলায় অভিমান।
ষষ্ঠীতে মন মায়ের বোধন
ঘন্টা ছুটির বাজে,
থাকলে এলে সপ্তমীতে
কাজল কারো বাজে।
আসে মা দূর্গা সে, আসে মা দূর্গা সে।
সূরা সূরের সন্ধি চলে
ঢাকের বোলে প্রাণের তালে।
মহাঅষ্টমীর মহাঅঞ্জলী সুরের তালে বাধা
নবমীতে মন্ত্র ভুলে কৃষ্ণ খোঁজে রাধা,
দশমীতে সিঁদুর খেলায় লালের আহ্বান।
সকল কালো ঘুচিয়ে বাঁচুক জীবন জয়গান,
সকল কালো ঘুচিয়ে বাঁচুক জীবন জয়গান।
ছোট বড়ো যাই যে ভুলে
কানে দুলে কাশের ফুলে,
যার কাছে আজ কিচ্ছুটি নেই
থাকুক সেও পাশে, থাকুক সেও পাশে।
আসে মা দূর্গা সে, আসে মা দূর্গা সে..