Asthir Somoy Lyrics – Sraboner Dhara | Rupankar | Iman

Asthir Somoy Song Is Sung by Rupankar Bagchi And Iman Chakraborty from Sraboner Dhara Bengali Movie. Starring: Soumitra Chatterjee, Gargee Roychowdhury, Basabdatta Chatterjee And Parambrata Chatterjee. Music Composed by Ashu Abhishek And Osthir Shomoy Lyrics In Bengali Written by Durba Sen.

  • Song : Asthir Somoy
  • Movie : Sraboner Dhara
  • Singer : Rupankar Bagchi & Iman Chakraborty
  • Music Director : Ashu Abhishek
  • Lyricist : Durba Sen
  • Directed by : Sudeshna Roy & Abhijit Guha
  • Produced by : Pradip Churiwal
  • Label : Amara Muzik Bengali

Asthir Somoy Song Lyrics In Bengali :

অস্থির সময় কঠিন অসুখ
লুকিয়ে কোথায়, শিকড় আমার
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক
খুঁজে ফিরি ঘর আমার।

অস্থির সময় কঠিন অসুখ
লুকিয়ে কোথায়, শিকড় আমার
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক
খুঁজে ফিরি ঘর আমার,
আমি খুঁজে ফিরি ঘর আমার।

কোথায় আমি, খুঁজি নিজেকে
প্রতি মুহূর্তে দূরত্ব বাড়ায়,
দেখা কি হবে নিজের সাথে
ছায়াপথ প্রশ্ন জানায়..

বারুদের ঘ্রানে, আজ মন খারাপ
প্রাণহীন স্থবির, মানহীন অসাড়,
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক
খুঁজে ফিরি ঘর আমার,
আমি খুঁজে ফিরি ঘর আমার।

হারানো দিন, অচেনা পথ
বলছে রোজ মিথ্যে সব,
অনুভূতি উঠেছে নিলামে।
স্বপ্ন গুলো অচেনা
গিয়েছে যা ফিরবে না,
তবুও আশা বাঁচে প্রেমেরই নামে।
এ শহরে আজ, শুধু মৃত্যু সাজ
অদৃশ্য কাঁটাতার।

অস্থির সময় কঠিন অসুখ
লুকিয়ে কোথায়, শিকড় আমার
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক
খুঁজে ফিরি ঘর আমার।

অস্থির সময় কঠিন অসুখ
লুকিয়ে কোথায়, শিকড় আমার
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক
খুঁজে ফিরি ঘর আমার,
আজও খুঁজে ফিরি ঘর আমার।

Previous articleEi To Ami Chai Lyrics – Shreya Ghosal – Hemlock Society
Next articlePanga Song Lyrics – Herogiri – Mika Singh, Dev, Koel
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.