Song Lyrics in Bangla written by Anupam Roy. Featuring: Parambrata Chatterjee And Koel Mallick.
- Film : Hemlock Society
- Song : Ei To Ami Chai (এইতো আমি চাই)
- Singer : Shreya Ghosal
- Music and Lyrics: Anupam Roy
- Director : Srijit Mukherji
- Producer : Shree Venkatesh Films
Ei To Ami Chai Lyrics In Bengali :
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন। (x2)
এভাবেই চল খেলি আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুলে পা দুটো
কেন তুই চোখ বুজে থাকিস
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা।
চল এবার ফিরে যাই মেখে দেখি শহর–গলি
সোরগোলে মুখ তুলে
তোকে ঠিক কোন কথা বলি
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন।
ও.. এইতো আমি চাই…