Baaynabilashi​ Lyrics (বায়নাবিলাসী) Sahana Bajpaie – Samantak

113
Baaynabilashi​ Lyrics
Baaynabilashi Song Is Sung by Sahana Bajpaie And Samantak Sinha from X=Prem Bengali Movie. Baaynabilashi Lyrics Written by Dhrubojyoti Chakrabarty. Music Composed by Sanai.
Cast : Anindya Sengupta, Shruti Das, arjun Chakrabarty, Madhurima Basak and others.
  • Song : Baaynabilashi
  • Movie : X Equals to Prem
  • Singer : Sahana Bajpaie And Samantak Sinha
  • Lyrics : Dhrubojyoti Chakrabarty
  • Composer, Arrangement and programming : Sanai
  • Director : srijit mukherji
  • Cinematographer : Subhankar Bhar
  • Editor : Sanglap Bhowmick
  • Label : SVF

    Baaynabilashi Song Lyrics In Bengali :

যেখানে প্রজাপতির রং এর ফোয়ারা
যেখানে  সুজ্জিরা সাজিয়েছে পাড়া,
যেখানে মৌমাছি হলো মনবাতিক
বিলবে ভালোবাসা দান-খয়রাতই,
যেখানে দিন হলে হবে দিলখুশ
বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস,
আমাকে মেলা থেকে
কিনে দেবে তো বাঁশি,
আমি তো রোজ রোজ
বায়না বিলাসী,
আমাকে নাও, আমাকে নাও
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও
আর বানাও আমার ঘর।
আমি মেঘের পাহাড় বানাই
আমি নদীর উজান মাপি,
কাল হৃদয়ের হালখাতায়
পাবো সোহাগের ঋণখেলাপি,
আমি গভীর জোছনা দেবো
দেবো সহজ সরল তারা,
আমি ময়দানে মহারথী
আর গৃহকোণে গোবেচারা।
যেখানে জল ছুঁয়ে থাকে জল ফড়িং
যেখানে মন্ত্ররা ছট হিং টিং,
যেখানে কিং সাইজ কেতা মেরে আমি
সেয়ানা সখিকেই পাঠাবো সেলামি,
যেখানে খুব করে ডুব দেবে কথা
কলিত ফুটবেই কাটিয়ে জড়তা,
তোমাকে মেলা থেকে
দেবো নিরালা বাঁশি,
দুজনে জান দিয়ে হবো বানভাসি।
আমি তো তাই,  আমি তো তাই,
আমি তো তাই আনমনা জাদুকর,
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর।
আমাকে নাও, আমাকে নাও
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও
আর বানাও আমার ঘর।
Previous articleAami Shei Manushta Aar Nei Lyrics – Anupam Roy
Next articleOshohay Song Lyrics – Noble Man Bangla Rock Song