Aami Shei Manushta Aar Nei Lyrics Bengali Song Is Sung by Anupam Roy from Dawshom Awbotaar Bengali Movie. Starring Prosenjit Chatterjee, Jisshu Sengupta, Anirban Bhattacharya, Jaya Ahsan And Others. Music Composed by And Ami Sei Manushta Ar Nei Lyrics In Bengali Written by Anupam Roy. Dawshom Awbotaar Bengali Movie Written And Directed by Srijit Mukherji.
- Song : Aami Shei Manushta Aar Nei
- Film : Dawshom Awbotaar
- Vocal, Lyrics & Music : Anupam Roy
- Arrangement & Programming : Shamik Chakravarty
- Mixed & mastered by : Shomi Chatterjee & Anindit Roy
- Directed by : Srijit Mukherji
- Cinematography : Soumik Haldar
- DOP : Soumik Haldar
- Production companies : Jio Studio & SVF
Aami Shei Manushta Aar Nei Song Lyrics In Bengali :
তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুব তারা ভাসে,
আমি সেই মানুষটা আর নেই
আমি সেই মানুষটা আর নেই।
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ,
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে,
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এ বেপার
আমি এগিয়ে যাই এবার।
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাসি,
হয়ে বার বার ফিরে ফিরে আসি।
আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে।
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত,
আমি সেই মানুষটা আর নেই
আমি সেই মানুষটা আর নেই।
সব কিছু শেষ হয়, সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে,
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে।
চেনা মৃত্যু পোশাকে
কারা ডাকছে আমাকে,
ঐ নক্ষত্রের ঝাঁকে ..
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাসি,
হয়ে বার বার ফিরে ফিরে আসি।
আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে।