Baiya Jao Majhi lyrics – Anupam Roy

17

Baiya Jao Majhi Lyrics bengali song is sung by Anupam Roy and Prashmita Paul from Pataligunjer Putul Khela movie. Starring Ditipriya Roy.

Baiya Jao Majhi Song Details :

Song : Baiya Jao Majhi
Film : Pataligunjer Putul Khela
Singer : Anupam Roy and Prashmita Paul
Composer and Lyricist : Subhadeep Guha

Baiya Jao Majhi Lyrics In Bengali :

চাঁদ ভাসা রাত তোমাকেই দেখে যায়
আশা ছড়াচ্ছে জোনাকির দুডানায়,
আনকোরা হাতে খুলছি কপাট
তোমার ভরসায়।
ফিরে ফিরে আসি, মেঠো পথে পাড়ি
রূপকথা দিয়ে মোড়া তোমার বাড়ি,
ছায়া ঘিরে আসা,
মায়া ভরা জোছনা তলায়।

এভাবেই ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি,
এভাবেই-ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি,
ইচ্ছেরাদের স্বপ্ন কে পাহারা ..

চালচুলো-হীন এই মন
তোমার আঙুলে যখন,
চালচুলো-হীন এই মন
তোমার আঙুলে যখন,
নিবিড় হয়ে আসা আবেগের ইশারা।

ঝাঁপ দি জলে, গভীর অতলে
ঝাঁপ দি জলে, গভীর অতলে
সুতোয় বাঁধা তুমি আমি তার ইশারায় ..
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়।

তোমাকে দেখেছি যখন
তারাভরা আকাশ তখন,
তোমাকে দেখেছি যখন
তারাভরা আকাশ তখন,
ঘুম-ভাঙা ভোরে তোমার কড়া নাড়া।

এভাবেই যখন তখন
মনে পড়ে যাচ্ছ এমন,
এভাবেই যখন তখন
মনে পড়ে যাচ্ছ এমন,
পুতুল সুতোর টানে দুলে দুলে দিশাহারা।

বাইয়া যাও মাঝি
ঢেউ ওঠে যদি,
বাইয়া যাও মাঝি
ঢেউ ওঠে যদি,
সুতোয় বাঁধা তুমি আমি তার ইশারায় ..
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়,
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়।

ডুব দি জলে, গভীর অতলে
ঝাঁপ দি জলে, গভীর অতলে,
ডুব দি জলে, গভীর অতলে।

Previous articleJhapsha Shohor lyrics – Rupam Islam
Next articleBaje Jol Torongo lyrics – Mon Potongo