Beder Meye Josna Lyrics. The Song is Sung by Andrew Kishor And Runa Laila. Starring: Elias Kanchan, Anju Ghosh, Chiranjeet Chatterjee, Dildar And Others.
- Song : Beder Meye Joshna (বেদের মেয়ে জোছনা)
- Singer : Andrew Kishor And Runa Laila
- Movie : Beder Meye Josna
- Producer : Anando Mela Cholochitro
- Story,Script, Dialogue & Direction : Tojammel Haque Bokul
- Label : G Series
Beder Meye Josna Lyrics In Bangla:
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে (x2)
তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা (x2)
বল তুমি এখানেতে আসতে কতক্ষণ
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন।
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।
আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি (x2)
দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝায়
কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই।
অরে বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া (x2)
আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যাই
দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝাই
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে..