- Song:I Love You
- Singer: Shaan, Shreya Ghoshal
- Lyricist : Gautam Sushmit
I Love You Lyrics in Bengali:
মন চাই শুধু সেই কথা বলতে
মন চাই শুধু একসাথে চলতে
মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে
আজ মন চাই কাছাকাছি এসে
শুধু তুমি আমি পাশাপাশি বসে
আজ মন চাই বলি হেসে হেসে তোমাকে
এ মনের যত আশা স্বপ্ন আর ভালোবাসা
বলতে চাই তোমায় ডেকে
কেন আজ কাছে আসা
ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
হে.. মন চাই শুধু সেই কথা বলতে
মন চাই শুধু একসাথে চলতে
মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে
ও জানিনা আমি জানো কি তুমি
মনেরই অজান্তে কখন যে একান্তে
তোমার কাছে এসেছি
সে কি বলা যায় কবে কোথায়
ভালো লাগার শুরু বুকে দুরু দুরু ভালোবেসেছি
এ যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা
মনে পড়ে আমায় ডেকে প্রথম সে তোমার বলা
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
মন চাই শুধু সেই কথা বলতে
মন চাই শুধু একসাথে চলতে
মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে
ভালো লাগেনা কেন জানিনা
তোমাকে হারালে চোখেরই আড়ালে
মনে জাগে দুরাশা
মনের মাঝে পাবে খুঁজে
যখনই আমাকে হারাবে দুচোখে
আমি সেই ভালোবাসা
তোমায় পেয়ে যায় না বোঝা
কখন ফুরায় এ দিনটা
এমন জাদু করেছে মন ভালোবাসার কথাটা
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
হে.. মন চাই শুধু সেই কথা বলতে
মন চায় শুধু একসাথে চলতে
মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে
আজ মন চায় কাছাকাছি এসে
শুধু তুমি আমি পাশাপাশি বসে
আজ মন চায় বলি হেসে এসে তোমাকে
এ মনের যত আশা স্বপ্ন আর ভালোবাসা
বলতে চাই তোমায় ডেকে
কেন আজ কাছে আসা
ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You
I Love You, Love You, My Love
I Love You, Love You, My Love
I Love You, Love You, Love You, Love You
I Love You