Behaya Lyrics – Ekannoborti – Lagnajita

189
Behaya Lyrics

Behaya Lyrics are written by Nilanjan Chakraborty and composed by Mainak Mazoomdar. This song is from bengali film Ekannoborti which which was released in 2021. Behaya is sung by Lagnajita. We provide the lyrics both in bengali and in english whichever is suitable for you.

  • Song: Behaya
  • Lyrics: Nilanjan Chakraborty
  • Music Director: Mainak Mazoomdar
  • Singer: Lagnajita
  • Movie: Ekannoborti

 

Behaya Lyrics in Bengali:-

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে। (x2)

আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলো
একলা থেকেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে।

বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে।

আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে।
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু,
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।

আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো
নিজেই নেব জুড়ে।

জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে।

আমাদের গল্পগুলো …

আমাদের গল্প গুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর হারিয়ে গেল
তোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াত
অন্য কোথাও গিয়ে।

বেহায়া মুখ পোড়াত
অন্য কোথাও গিয়ে। (x2)

Previous articleHoyto Konodin Tui Chaibi Amake Lyrics – Keshab Dey
Next articleBEHAYA MON LYRICS – Salma – Chisty Baul Song