BEHAYA MON LYRICS – Salma – Chisty Baul Song

149
BEHAYA MON LYRICS

Behaya Mon Song Lyrics by Salma Bangla Song Behaya Mon Ta Loiya Song Lyrics originaly composed by Chisty Baul Starring: Mahabub Alam Shaan, Rimi and Priyanka this folk song is sung by Taposh, Chisty Baul and Reshmi from Gaan Bangla TV. Cover Version song is sung by Tasrif Khan from Kureghor Band.

  • Song: Beyaha Mon
  • Singer: Salma
  • Original Singer: Chisty Baul
  • Director: Syed Adnan Shantu
  • Dop: Sani Khan
  • Music Arrangement: Ankur Mahamud
  • Edit: Fokrul Islam
  • Label: Eagle Music

Behaya Mon Lyrics In Bangla:

বেহায়া মনটা লইয়া,

তোমারে ভালোবাসিয়া

আজ আমার ঘটিল জঞ্জাল (x2)

 তোরে ভালোবাসি বলে,

লোকে কয় চণ্ডাল

আমি তোরে ভালোবাসি বলে,

লোকে কয় চণ্ডাল

কাটা গায়ে নুন ছিটায়া,

কাটা গায়ে নুন ছিটায়া

খুচাইয়া তুলতেছো ছাল ,

আজ আমার ঘটিল জঞ্জাল।

বেহাইয়া মনটা লইয়া,

তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল।

 তুই যতই ব্যেথা দিয়েছিস নিঠুর,

ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর,

ওরে লেগেছে মধুর।

যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর,

যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর

যতই করুক বেত্রাঘাত

তোর লাইগা রে,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

আমি শোনো বলি প্রাণনাথ ,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

 তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী,

মাঝসাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি,

ওরে ডুবাইয়া দিলি।

 তুই কোন বা দোষে কোন কারণে

 তুই কোন বা দোষে কোন কারণে

ছাইড়া দিলি আমার সাথ।

তোর লাইগা রে,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

বেহায়া মনটা লইয়া,

তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল।

আমি তোরে ভালোবাসি বলে

লোকে কয় চণ্ডাল,

আমি তোরে ভালোবাসি বলে

লোকে কয় চণ্ডাল

কাটা গায়ে নুন ছিটায়া,

কাটা গায়ে নুন ছিটায়া

খুঁচাইয়া তুলতেছো ছাল ,
আইজ আমার ঘটিল জঞ্জাল।

Previous articleBehaya Lyrics – Ekannoborti – Lagnajita
Next articleBhalobashi Bhalobashi Lyrics – Rabindra Sangeet