Behula Lyrics bengali song has been performed by Shunno Band. Behula Song has been sung by Emil. Lyrics written by Tanvir Chowdhury. Behula Lyrics. Behula Song Lyrics. Behula Lyrics Shunno. Behula Lyrics By Shunno Band.
Behula Song Details :
- Song: Behula
- Tune & Composition: Shunno
- Vocal: Emil
- Lyricist: Tanvir Chowdhury
Behula In Bengali :
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
১০০ তারার মালা
তোমার আমার এই কাহিনি
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে?
তোমার কায়া বড়ো মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা