Bhalo Basabasi Song Is Sung by Salman Jaim from Bhalobasabasi Bangla Natok. Starring: Tahsan Rahman Khan And Dilara Hanif Purnima. Music Composed by Muntasir Tusher And Valobasabasi Song Lyrics In Bengali Written by Rajib Hasan And Sagar Jahan.
- Song : Bhalo Basabasi
- Drama : Bhalobasabasi
- Singer : Salman Jaim
- Tune & Music : Muntasir Tusher
- Lyrics : Rajib Hasan & Sagar Jahan
- Direction : Sagar Jahan
- Label : Global TV Online
Bhalo Basabasi Song Lyrics
তোমার চোখে দেখেছি আমি
আমার চোখে বেঁধেছি আমি।
তোমার চোখে দেখেছি আমি
আমার চোখে বেঁধেছি আমি,
এক সুখ ছোঁয়া হিমেল হাওয়া
আলোক ধোওয়া ..
এ রঙের শহরে এক মুঠ নীল তুমি
ভালোবাসর শহরে, ধূষর দেওয়ালে
রঙধনু যে তুমি।
তোমার শহরেই আসি
এ আমার ভালো বাসাবাসি,
এ আমার ভালোবাসাবাসি।
ইট-কাঠে বোনা স্বপ্নোরা বাঁধে
তোমার আমার উষ্ণ কাঁধে,
রাত দিন এক হয়, দিন থেকে রাত
পরশ বুলিয়ে তোমার সে হাত।
তোমার শহরেই আসি
এ আমার ভালো বাসাবাসি,
এ আমার ভালো বাসাবাসি।