Bhalobashi Ami Lyrics ( ভালোবাসি আমি ) is a new song sung by Istiak Hossain. It is a melodious track from An Affair Drama. Jafreen Sadia is the lyricist of the song. It is starring Irfan Sajjad, Sarika Subrin. Hasan Rezaul is the director of the song. Download Bhalobashi Ami mp3 song Lyrics ( ভালোবাসি আমি ) in Bangla.
Bhalobashi Ami Lyrics by An Affair :
- Song: Bhalobashi ami
- Drama: An Affair
- Singer: Istiak Hossain
- Lyrics: Jafreen Sadia
- Music: Piran Khan
- Casts: Irfan Sajjad, Sarika Subrin
- Director: Hasan Rezaul
Bhalobashi Ami Lyrics in Bengali :
আলো আঁধারে তুমি এলে
কি যেন হঠাৎ বদলে দিলে
চারিদিকে আলো ঝলমল
কি ছিলো সেই দুচোখে ।
আলো আঁধারে তুমি এলে
কি যেন হঠাৎ বদলে দিলে
চারিদিকে আলো ঝলমল
কি ছিলো সেই দুচোখে ।
মনের ভেতর ঘরে,আজ তোমারি বসবাস
প্রেম যদি ধরা দিয়ে যায়
যেন ভালোবাসি আমি
ভালোবাসি শুধু তোমায়…
টুকরো সাদা মেঘ হয়ে
পাগলামো ভাবনা জুড়ে
কেন তুমি আবেশ ছড়াও ।
এক বুক মরুভূমির মাঝে
আজানা নীল স্রোতে
কেন তুমি আমায় ভাসাও….
মনের ভেতর ঘরে,আজ তোমারি বসবাস
প্রেম যদি ধরা দিয়ে যায়
যেন ভালোবাসি আমি
ভালোবাসি শুধু তোমায়…
আলো আঁধারে তুমি এলে
কি যেন হঠাৎ বদলে দিলে
চারিদিকে আলো ঝলমল
কি ছিলো সেই দুচোখে ।
আলো আঁধারে তুমি এলে
কি যেন হঠাৎ বদলে দিলে
চারিদিকে আলো ঝলমল
কি ছিলো সেই দুচোখে ।
মনের ভেতর ঘরে,আজ তোমারি বসবাস
প্রেম যদি ধরা দিয়ে যায়
যেন ভালোবাসি আমি
ভালোবাসি শুধু তোমায়…