Ke Tomake Bashbe Bhalo Lyrics (কে তোমাকে বাসবে ভালো) is a perfect song sung by Pranto Williwaw. Guitar has been played by Rex Abaddon, Abbasi Linkon. Tuhin pandit has given the bass of the song. Sohag Chakroborty has done a brilliant job with Drum. Enjoy Ke Tomake Bashbe Bhalo Lyris in Bangla and English Font.
Ke Tomake Bashbe Bhalo Lyrics by Adverb :
- Song : Ke Tomake Bashbe Bhalo
- Album : Purbapor
- Band Name : Adverb
- Vocal : Pranto williwaw
- Guitar : Rex Abaddon & Abbasi Linkon
- Bass : Tuhin pandit
- Drum : Sohag Chakroborty
- Keyboard : Durjoy Ferdous
Ke Tomake Bashbe Bhalo Song Lyrics In Bengali :
কে তোমাকে
রাখবে ধরে অধরে,
অমন করে কে তোমায়
বুঝতে জানে?
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো,
অমন করে কে শেখায়
বাঁচার মানে?
আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে বাসবে ভালো ?
কতশত চোখের জল
গাঁটবাধা অভিযোগ অনল,
সরে যাক, যাক ঝরে যাক বেসুরে
আগের মতোন।
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল,
সরে যাক, যাক ঝরে যাক বেসুরে
আগের মতন।
আর এভাবে কত, অভিমানে যাবে পুড়ে
আর এভাবে কত, আমাকে রাখবে দূরে।
আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে বাসবে ভালো।