Bhalolage Tomake Lyrics- Angel Noor- Love Semester

414
Bhalolage Tomake Lyrics

Bhalolage Tomake Song Is Sung by Angel Noor from Love Semester Bangla Natok Song. Starring Farhan Ahmed Jovan, Naznin Nahar Niha And Others. Music Composed by Piran Khan. Bhalolage Tomake Lyrics In Bengali Written by Piran Khan. Love Semester Bengali Natok Directed by Probir Roy Chowdhury. Producer Is SK Shahed Ali.

  • Song : Bhalo Lage Tomake
  • Drama : Love Semester
  • Singer : Angel Noor
  • Lyrics & Composer : Piran Khan
  • Label : CMV

      Bhalolage Tomake Song Lyrics In Bengali :

একা বসে ভাবছো কি?
দূরে দাঁড়িয়ে গাইছি আমি
আনমনে বাসছি ভালো
তুমি পূর্ণিমারই স্নিগ্ধ আলো,
তুমি ভোরের মিষ্টি বাতাস
কখনও আবার মনের আকাশ,
তুমি বললেই এনে দেবো
পূর্ণিমার সেই একফালি চাঁদ।
ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই,
শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই,
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।
চোখেরই আড়ালে, হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই,
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।
প্রেমে পড়েছি যখন দেখেছি
তোমায় কোনো বিকেলে,
আমি লিখেছি আর গেয়েছি
তোমায় ভেবে গোপনে।
তুমি এসে রাঙিয়েছো আমাকে
তোমারই নাম সব পার্থনাতে থাকে।
ভালো লাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই,
শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই,
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।
চোখেরই আড়ালে, হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই,
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।
ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই।
Previous articleTumi Chondro Surjo Lyrics -Tahsan Khan
Next articleHariye Tomake Lyrics- Warfaze Band