Hariye Tomake Song Is Sung by Palash Noor from Warfaze Band. Hariye Tomake Originally Came Out in Moharaj Album of Warfaze in 2001. Tuned by Balam Jahangir. Hariye Tomake Lyrics In Bengali Written by Shams Mansoor Ghani And Performed by Warfaze Band. Audio Production Holy Lane Studios.
- Song : Hariye Tomake
- Performed by : Warfaze Band
- Lyrics : Shams Mansoor Ghani
- Vocal : Palash Noor
- Tune : Balam Jahangir
- Video production : Bondhon Das
- Record Label : Loyy Records
Hariye Tomake Song Lyrics In Bengali :
রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে
ফিরবে না আর জানিয়ে গেলে,
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
মন কেঁদে যায় অন্তরালে।
তুমি কেঁদেছিলে নিরবে, কোনো অবহেলায়
আমি বুঝিনি কি শূন্যতা, হাসির আড়ালে ..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে।
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
তুমি ছাড়া জীবনে .. ও..
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়,
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়।
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে।