Bhul Shopno Lyrics – STONE In Bengali :
- Song: Bhul Shopno
- Band: Stone
- Shahed – Guitar
- Rafi – Bass
- Ovi – Percussion
- Ajoy – Vocal
- Mithu – Guitar
- Genre : Alternative rock
Bhul Shopno Lyrics – Stone :
হয়তো তুমিও ভাবছো আমারই কথা
নয়তো কখনো ফেলে যেতে না একা
কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে
আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
হয়তো তুমিও ভাবছো আমারই কথা
নয়তো কখনো ফেলে যেতে না একা
কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে
আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
যদি কখনো দেখা হয়ে যায় পথে
হয়তো দেখবো তোমায় কোনো অন্য সাজে
তখনো কি ভেবে নিব ছিলে আমারই
নাকি কখনো ছিলেনা আমারই
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার