Shiter Batash Lyrics – Aseer Arman :

  • Song Details:
  • Song : Shiter Batash
  • Singer : Aseer Arman
  • Band : Amar Bondhu
  • Lyrics : Aseer Arman
  • Guitar : Ruslan Rehman

Aseer Arman – Shiter Batash Lyrics In Bengali :

শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
আমায় ডোবায় স্থবির কালচে জবুথবুরঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
দাবানলে পোড়াবনে ছাইঢাকা চোরাপথে তোমার জোনাকি।
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় ; যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত? নাকি কবি আহত?
যাইহোক, তুমিতো অব্যাহত!
শোন কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবেনা কখনো।
মনে যদি পাবেই ভয়;
ক্ষতি তবে ক্ষতি হয়েই যায়
ত্রাণের অপচয়।
সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা বাইবে না আর কখনো
সেই তুমিই লুডুর ঘরে শুরুর প্রথম ঘর, কেন যেনো মনে হয়।
একেবেকে কিলবিলিয়ে কোনমতে মনের নানান দফা
সুঠামচিত্তে পার করে সাপের ছোবলঘরে হুট মাড়াই।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় ; যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত? কবি আহত?
যাইহোক, তুমিতো অব্যাহত!
শোন কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবেনা কখনো।