Bhul Sobi Bhul Song Is Sung by Kumar Sanu. Jiboner Naam Jodi Rakha Hoy Bhul Bengali Song Lyrics From Prem Sanghat Bengali Movie. Starring: Chiranjit Chatterjee, Abhishek, Indrani Haldar And Others. Music composed by Bapi Lahiri
- Song : Bhul Sobi Bhul
- Movie : Prem Sanghat (1995)
- Singer : Kumar Sanu
- Music : Bapi Lahiri
- Director : Shantanu Bhowmik
Bhul Sobi Bhul Song Lyrics In Bengali :
জীবনের নাম যোদি রাখা হয় ভুল,
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়,
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়
চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো, হারালো যে কূল
ভুল সবই ভুল।
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
পাবে না তো খুঁজে কেউ আমার খবর
মনের অনেক নিচে দিয়েছি কবর।
যদি কেউ আসে তবে বোলো আমি নেই,
যদি কেউ আসে তবে বলো আমি নেই
চোখে জল আসবে মনে পড়লেই
ফুটেছে আমার বুকে, ব্যথার বকুল..
ভুল সবই ভুল।
জীবনের নাম যদি রাখা হয় ভুল,
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।