Dusmanta Raja Jodi Hotam Ami Song Is Sung by Kumar Sanu From Anutap Bengali Movie. Starring Raj Babbar, Debashree Roy, Anup KumarAnd Others. Music composed by Bappi Lahiri And Dusmonto Raja Jodi Hotam Ami Bengali Song Lyrics written by Pulak Bandyopadhyay.
- Song : Dushmanta Raja
- Movie : Anutap (1992)
- Singer : Kumar Sanu
- Music Composer : Bappi Lahiri
- Lyrics : Pulak Banerjee
- Director : Prabhat Roy
- Story : Rita Tarafder
Dusmanta Raja Jodi Hotam Ami Lyrics In Bengali:
দুষ্মন্ত রাজা যদি হোতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
আমার এ প্রেম হলো পরশমনি
সবই যে সোনা হয় ছুঁই যখনি।
দূর থেকে যত দূরে যাই না চলে
সোনার শকুন্তলা বুকে পেতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে
ছন্দে তালেতে আর গানের সুরে।
নয়নে দেখা নয় নাই বা হতো
প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।