Song Credits :
- Song : Biroher Dheu (বিরহের ঢেউ)
- Singer : Kazi Shuvo
- Lyrics : Tareq Ananda
- Music : Rafi Mohammad
- Cast : Afran Nisho, Parsa Evana
- DoP : Ashik Aman & Rubel
- Edit : Shamim Hossain
- Color : Saddam Bin Yasin
- Drama : Cheka Kheye Beka
- Directed By : Mabrur Rashid Bannah
Biroher Dheu Lyrics Bengali :
ও নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে
নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।
বিরহেরো ঢেও দিয়া কৈ গেলা বন্ধুরে
আমারে ঐ কুলে ভাসাইয়া
নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে,
ও নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।
আশি বলে দিয়েছিলে নিশি রাতে কথা
নিঠুর আমায় দিলিরে কলিজাতে বেথা,
আশি বলে দিয়েছিলে নিশি রাতে কথা
নিঠুর আমায় দিলিরে কলিজাতে বেথা
বিরহেরো ঢেও দিয়া কৈ গেলা বন্ধুরে
আমারে ঐ কুলে ভাসাইয়া
পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।
ও নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।
গুমাইয়াছো এই অন্তরে
দেখি তোমায় সপনে
বলিতে পারিনা বন্ধু
রইসো পড়ান গহিনে।
গুমাইয়াছো এই অন্তরে
দেখি তোমায় স্বপনে
বলিতে পারিনা বন্ধু
রইসো পড়ান গহিনে।
বিরহেরো ঢেও দিয়া কৈ গেলা বন্ধুরে
আমারে ঐ কুলে ভাসাইয়া
বিরহেরো দেউ দিয়া কৈ গেলা বন্ধুরে
আমারে ঐ কুলে ভাসাইয়া
পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।
হও…নয়ন পুইড়াছে আগুনে
জলেরে রে অন্তর ফাগুনে
পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে
হও…নয়ন পুইড়াছে আগুনে
জলেরে অন্তর ফাগুনে।