Bodle Gechi Song Is Sung by Ayshe. Starring: Farhana Afrin Ayshe, Arif Motahar And Tomal Moulik. Music Composed by Hridoy Khan And Song Lyrics In Bengali Written by Arif Motahar.
- Song : Bodle Gechi
- Singer : Farhana Afrin Ayshe
- Tune, Music, Mix and Master : Hridoy Khan
- Lyrics : Arif Motahar
- Director : Hridoy Khan
- Production : HK Production
- Light assistant : Shofikul
- Camera crew : Akash
Bodle Gechi Song Lyrics In Bengali :
চলোনা একটু হাঁটি
কিছুক্ষন একসাথে,
এই ক্ষণ ফ্রেমে বাঁধা
তুমি আমি ছবি।
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি,
হয়তো তোমার চোখে বদলে গেছি।
হঠাৎ ঘুম ভেঙে তোমাকে খুঁজি
গেলে দূরে বিষণ্ণতা রেখে,
ও.. হঠাৎ ঘুম ভেঙে তোমাকে খুঁজি
গেলে দূরে বিষণ্ণতা রেখে,
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি
হয়তো তোমার চোখে বদলে গেছি।
জীবন এখন পাথরে ঘেরা
চাপাকান্না, আছি তবু ভালো,
ও.. জীবন এখন পাথরে ঘেরা
চাপাকান্না, আছি তবু ভালো,
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি
হয়তো তোমার চোখে বদলে গেছি।
চলোনা একটু হাঁটি
কিছুক্ষন একসাথে,
এই ক্ষণ ফ্রেমে বাঁধা
তুমি আমি ছবি।
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি,
হয়তো তোমার চোখে বদলে গেছি।