Vabte Ghenna Lage Song Is Sung by Shofiqul. Music composed by Imran Mahmudul. Starring: Fazlur Rahman Babu, Sarika Sabha And Badhan. Bhabte Ghenna Lage Lyrics written by Snehashish Ghosh.
- Song : Vabte Ghenna Lage
- Singer : Shofiqul
- Tune & Music : Imran Mahmudul
- Lyric : Snehashish Ghosh
- Direction : Saikat Reza
- Dop : Bikash Saha
- Concept : SK. Shahed Ali
- Production : SR Film
- Label: Central Music and Video [CMV]
Vabte Ghenna Lage Song
ভাসছে আমার চোখের জলে
সুখের তরী তোর,
ভালোই আছিস কারো সাথে
আমায় করে পর।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
পর ছিল সব এই দুনিয়ায়
আপন ছিলি তুই,
সেই ভুলই আজ বিঁধছে গায়ে
হয়ে বিষের সুই।
যার কাছে হয় নিজের ভালো
সবকিছুরই আগে,
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
বিশ্বাইতো চলে সবই
করছি আমি তাই,
তার প্রতিদান এমন হবে
ভুলেও ভাবি নাই।
মন দিয়া যে মনের মানুষ
মনেতে না রাখে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।