Bohurupi lyrics final verses introduce a shift in imagery, bringing in the colors of the rainbow and the clouds in the sky. This transition suggests hope, yet it remains intertwined with sorrow.
Singer – Abhinibesh
Vocal & Guitar – Arnob Hasan Piash
Side Vocalist – Samir
Lyric & tune – Kanai Nobokanto & Arnob Hasan Piash.
Bohurupi Lyrics
আজ এই ভোরে
স্মৃতিগুলো জেগে উঠে
তারা চায় তোকে পেতে
কোন এক জোছনা রাতে
শত ব্যথা বুকে জমাট
এই মন চেপে ধরে
কেঁদেছি মাঝরাতে
আমার স্তব্ধ ঘরে
নালিশ নেই তোর কাছে
নেই অভিযোগ তারার কাছে
প্রতি ব্যথা বুকে বাজে
কুয়াশা ভেজা এই শীতে
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
শূন্য রাত আধারের রাত
যদি পারো ছুঁয়ে দেখো এই প্রভাত
তোমার মাঝে খুঁজি তুমি
আমার এই জগত
প্রতি ইট প্রস্তরে পাবে তুমি
আমার দীর্ঘশ্বাস
প্রতি ইট প্রস্তরে পাবে তুমি
আমার দীর্ঘশ্বাস
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
রংধনুর ওই রং ছুঁয়ে দেখ
আকাশের ওই মেঘে নিলে মেঘ
দূর বহুদূর শান্ত আলো
বর্ণিল যত দুঃখ কালো
প্রতিশ্রোতের মোহনায় খুঁজে দেখো
পাবে তুমি আমার প্রেমের আরাধনায়
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রুপে মগ্ন আমি হয়েছি আত্মঘাতী