Bhalobashi Tomake lyrics Bengali song is sung by Anupam Roy and Prashmita Paul. This romantic video song directed by Souradeepta Chowdhury and director of photography by Souradeepta Chowdhury. Sound mixing and mastering by Shommi Chatterjee.
Song Name : Bhalobashi Tomake
Singer : Anupam Roy and Prashmita Paul
Composer and Lyricist : Anupam Roy
Keyboard and backing vocals : Nabarun Bose
Guitar : Rishabh Ray
Bass guitar : Kaustav Biswas
Drums : Sandipan Parial
Mixed and mastered : Shommi Chatterjee
Directed by : Souradeepta Chowdhury
Bhalobashi Tomake Lyrics
ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে।
ও.. ও ভালোবাসি তোমাকে
গ্রীষ্মের ক্লান্তিতে,
হেমন্তে ঝরা পাতায়
বসন্ত বিপ্লবে,
ও.. ও.. ভালোবাসি তোমাকে।
তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলে
একা মন মরা বসেছিলাম,
এ গলি ও গলি ঘুরে ক্লান্ত পায়ে
শেষে কি করে যে খুঁজে পেলাম।
আমি হেঁটে গেছি চিহ্ন রেখে
যদি সে চিনে নিতে চায়,
ছায়াপথ ধরে আসা যাওয়া তাই
যদি দেখা হয়ে যায়।
ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে,
ও..ও.. ভালোবাসি তোমাকে।
একটা কাঠবিড়ালী আমায় ডাকছে খালি
আমি তাকে চোখ রাঙাই,
সুপুরি গাছের সারি ওখানে দাঁড়িয়ে কেউ
জানলায় মুখ বাড়াই।
চিঠি লিখবোনা তোমাকে ভাবি
তবুও লেখা হয়ে যায়,
কখনো বলে কয়ে আসেনা কিছুই
বুঝিনা কিসের ছোঁয়া একা পায়, তোমায় আমায়।
ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে।
ও.. ও ভালোবাসি তোমাকে
গ্রীষ্মের ক্লান্তিতে,
হেমন্তে ঝরা পাতায়
বসন্ত বিপ্লবে,
ও..ও..