Bojhabo Ki Kore Lyrics from Haripada Bandwala Featuring Ankush Hazra, Nusrat Jahan The song is sung by Arijit Singh and Anwesshaa And Music composed by Indraadip Dasgupta. Starring: , Kharaj Mukherjee, Laboni Sarkar, Biswajit Chakrabarty, Rajatabha Dutta And others.
- Singer: Anwesha Dutta Gupta & Arijit Singh
- Music: Indraadip Das Gupta
- Lyrics: Prasen
- Starring: Ankush Hazra & Nusrat Jahan
- Music Label: Shree Venkatesh Films
Bojhabo Ki Kore Lyrics In Bangla :
বোঝাবো কি করে তোকে,
কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই (x2)
তোকেই মাথায় করে,
বেঁচে আছি তাই আমি,
তকেই মাথায় করে বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
ও.. তিলে তিলে হল কি যে,
গেলো ভিজে মন
আগে তো এ শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কোনো নিরালায়
নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
জেগে আছে দিন আর,
সেজে আছে ঘর
শুনাতে আমায় তোর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল,
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
বোঝাবো কি করে তোকে,
কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই (x2)
তোকেই মাথায় করে,
বেঁচে আছি তাই আমি,
তকেই মাথায় করে বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন ..