Thik Emon Ebhabe Lyrics From Gangster Bengali Movie. Starring : Yash Dasgupta, Mimi Chakraborty, Kharaj Mukherjee, Biswanath Basu And others. Thik Emon Evabe Bangla Song Lyrics Written by Prasen And Music composed by Arindam Chatterjee. This Movie Directed by Arindam Chatterjee.
- Movie: Gangster (2016)
- Singer – Arijit Singh
- Music – Arindam Chatterjee
- Lyrics – Prasen
- Director – Birsa Dasgupta
- Music Label – Shree Venkatesh Films
Thik Emon Ebhabe Lyrics In Bangla :
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)
তোরই মতো কোন একটা কেউ,
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়।
তোরই মতো কোন একটা ঢেউ,
ভাসিয়ে আমায়, দূরে নিয়ে যায়।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)
আটকে তোকে রাখতে চাইছি খুব,
সকালে আমার, বিকেলে আমার।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,
দিনেতে আমার, দুপুরে আমার।
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)