Bojhena Se Bojhena Song Is Sung by Arijit Singh from Bojhena Shey Bojhena Bengali Movie. Bengali Song Lyrics in Bangla Written by Prosen. Music composed by Indraadip Dasgupta. Starring: Soham Chakraborty, Mimi Chakraborty, Abir Chatterjee And Payel Sarkar.
- Movie Name: Bojhena Shey Bojhena
- Song Name: Bojhena Shey Bojhena Title Track
- Singer: Arijit Singh
- Music Composer: Indraadip Dasgupta
- Lyrics: Prasen
- Director: Raj Chakraborty
Bojhena Se Bojhena Lyrics In Bengali :
বড় ইচ্ছে করছে ডাকতে,
তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়।
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বোঝেনা, সে বোঝেনা,
বোঝেনা, সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে,
তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়।
সব স্বপ্ন সত্যি হয় কার,
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা
আজ সব সত্যি মিথ্যে,
দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়।
জানি স্বপ্ন সত্যি হয় না,
তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।
জানি আবার আসবে কালকে,
নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা.