Bol K Jane Lyrics is a Bengali Natok song. The song is sung by the Arpan Karmakar and the music given by himself. Bol K Jane Lyrics is written by the Md Mehedi Hasan Jony.
Bol K Jane in Lyrics:
- Song -: Bol K Jane
- Singer -: Arpan Karmakar
- Lyrics -: Md Mehedi Hasan Jony
- Label -: Soundtek
Bol K Jane Lyrics In Bengali:
যত টুকু ভেবে ছিলাম দেব তোমায়
তার চেয়েও বেশি পেয়েছি কি আমি
কি শিহরণ ওই চোখে
প্রতিটি প্রহর তোমার হাসিতে ডুবে থাকি।
আমি খুঁজেছি আর বুঝেছি
বেঁচে থাকার মানে,
আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে
বেশি ভালো কে জানে,
বল কে জানে? বল কে জানে?
স্বপ্নবিভোর ঘুম কাতুরে
তুমি জড়িয়ে,
ঘুম ভেঙে তাই চোখ মেলে চাই
দেখি তুমি দাঁড়িয়ে
ইচ্ছে গুলো জড়োসড়ো আমায় গোছালো
তোমার নামেই সবটা শুরু, আমায় সাজালো
আমি খুঁজেছি আর বুঝেছি
বেঁচে থাকার মানে,
আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে
বেশি ভালো কে জানে,
বল কে জানে? বল কে জানে?