Tomay Notun Kore Lyrics Rabindra Sangeet Song Is Sung by Shaheb Chattopadhyay from Love Aaj Kal Porshu Bengali Movie. Starring: Arjun Chakraborty And Madhumita Sarkar. Tomay Notun Kore Pabo Bole Lyrics Written by Rabindranath Tagore. Music Arranger & Programmer Avijit Kundu. Mixing & Mastering by Anindit Roy.
Tomay Notun Kore Lyrics from Love Aaj Kal Porshu :
- Song : Shune Ne
- Movie : Love Aaj Kal Porshu
- Composed & Written by : Rabindranath Tagore
- Vocal Rendition : Shaheb Chattopadhyay
- Recreated by : Avijit Kundu
- Direction : Pratim D Gupta
- Cinematographer : Subhankar Bhar
- Presenters : Shrikant Mohta & Mahendra Soni
- Producer : SVF Entertainment
Tomay Notun Kore Song Lyrics In Bengali :
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ,
ও মোর ভালোবাসার ধন,
তোমায় নতুন করে পাবো বলে।
ওগো তুমি আমার নও আড়ালের
তুমি আমার চিরকালের,
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাবো বলে।
আমি তোমায় যখন খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন,
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার শেষ নাহি,
তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ।