Bondhu Tomar Pother Sathi Ke Song Is Sung by Srikanto Acharya from Moner Janala Bengali Album. Originaly This Song Is Sung by Hemanta Mukhopadhyay. Bandhu Tomar Pather Sathi Ke Chine Niyo Lyrics written by Mukul Datta.
- Song : Bondhu Tomar Pother Sathi Ke
- Singer : Srikanto Acharya
- Originaly Sung by : Hemanta Mukherjee
- Lyricist : Mukul Datta
Bondhu Tomar Pother Sathi Ke Song Lyrics In Bengali :
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।
খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ,
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।
সমুখে রয়েছে পথ চলে যাও, চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও, ফেলে যাও।
আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো নাকো তুমি এই হাত
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও।